কোভিড-১৯: বগুড়ায় প্রাণ গেল আরও ৫ জনের

বগুড়ায় করোনাভাইরাসে আক্রাস্ত হয়ে একদিনে পাঁচ জন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2021, 11:29 AM
Updated : 19 April 2021, 11:29 AM

সোমবার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

মৃতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার রওশন আরা (৫০), জলেশ্বরীতলার শেফালী বেগম (৮০), শহরের শিববাট্টির ইমদাদুল হক (৭৭), সারিয়াকান্দির চিলপাড়ার রফিকুল ইসলাম (৫৫) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার জিল্লুর রহমান (৫৫)।

এদের মধ্যে রওশন আরা ও জিল্লুর রহমান সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকি তিনজন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তিনি জানান।

এর আগে ২৯ মার্চ জেলায় একদিনে করোনাভাইরাসে পাঁচ জনের প্রাণহানি ঘটে।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৩২১ নমুনার ফলাফলে নতুন করে ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৬ জন। নতুন আক্রান্ত ৬৮ জনের মধ্যে বগুড়া সদরে ৬০ জন, শাজাহানপুরে ৪ জন, শিবগঞ্জ ৩ জন এবং বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা।

তিনি জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৪১৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ১১০ জন। নতুন ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা হলো ২৭৭। বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩১ জন।