বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদ

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে পাঁচ শ্রমিক নিহতের প্রতিবাদে মানববন্ধন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নওগাঁয়।

নওগাঁ প্রতিনিধিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2021, 05:15 PM
Updated : 18 April 2021, 05:15 PM

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুন্নী সরণি এবং নওগাঁয় ব্রিজের মোড়ে স্বাধীনতা ভাস্কর্যের সামনে মানবন্ধন হয়।

শনিবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের 'এসএস পাওয়ার প্ল্যান্টে'র কাছে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হন।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী দ্বীপ।

তিনি বলেন, “যে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখে, তাদেরই যৌক্তিক দাবি না মেনে জনগণের করের টাকায় কেনা বন্দুক ঠেকিয়ে তাদেরকে খুন করার মধ্য দিয়ে প্রমাণিত হয় এই সরকার আসলে গরিব মানুষের সরকার না।”

তিনি এই হত্যার বিচারবিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, “বকেয়া বেতন পরিশোধসহ যৌক্তিক বেশ কয়েকটি দাবিতে আন্দোলরত শ্রমিকদের গুলি করে হত্যার ঘটনার বিচার এই সরকার আগেও করেনি, এবারও করবে না।”

তিনি দমন-পীড়ন রুখে দিয়ে প্রতিবাদ অব্যাহত রেখে সরকারকে এর বিচারে বাধ্য করার আহ্বান জানান।

নওগাঁয় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহসিন রেজা সরকার।

তিনি বলেন, “আমরা সকল শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করার দাবি জানাই।”

একই সঙ্গে শ্রমিকদের মজুরি দিতে ‘অবহেলা’ করার কারণে এস আলম গ্রুপের সঙ্গে কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের যে চুক্তি হয়েছে তা বাতিলেরও দাবি জানান তিনি।

বিকালে নওগাঁ ব্রিজের মোড়ে স্বাধীনতা ভাস্কর্যের সামনে বাম গণতান্ত্রিক জোট এই এই মানববন্ধন-সমাবেশ আয়োজন করে।