কিশোরগঞ্জে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2021, 12:14 PM
Updated : 17 April 2021, 12:14 PM

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে স্কুল এলাকায় তিনি খুন হন।

নিহত ফারুক খান (৩০) ভৈরবের চণ্ডীবর এলাকার মো. সালাম খানের ছেলে।

ফারুকের খালাত ভাই আরিফ মিয়া বলেন, তিনি ও ফারুক অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি কাজ শেষে আশুগঞ্জ আসেন। অবরোধে গাড়ি না পেয়ে আশুগঞ্জ থেকে হেঁটে সেতু পার হয়ে ভৈরব প্রান্তে আসেন। রেলওয়ে স্কুল এলাকায় পৌঁছামাত্র তিন ছিনতাইকারী গতিরোধ করে। তারা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেন ফারুক। ছিনতাইকারীরা একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীদের সহায়তায় ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারককে হাসপাতালে মৃত অবস্থায় পান বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিয়াসাত আজিম।

ওসি শাহিন বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ছিনতাইকারীকে ধরতে পুলিশি অভিযান চলছে।