লকডাউনে নবাবগঞ্জে ১৭ জনকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সতেরো জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2021, 04:15 PM
Updated : 16 April 2021, 04:15 PM

শুক্রবার বিকালে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু৷

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারাদেশে ৫ এপ্রিল থেকে আট দিনের লকডাউন ঘোষণা করে সরকার। কঠোর লকডাউনের মধ্যে জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে।

ইউএনও এইচ এম সালাউদ্দিন মনজু সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা না মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা এবং সড়কে ঘোরাফেরা ও মোটরসাইকেল চলাচলের দায়ে বিকালে সতেরো জন থেকে ২০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া জনসচেতনতার লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।