ভোলায় দুই দুর্ঘটনায় যুবক ও কিশোর নিহত

ভোলা সদর ও লালমোহন উপজেলায় দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2021, 12:50 PM
Updated : 16 April 2021, 12:50 PM

শুক্রবার সকাল ও দুপুরে এই দুই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন সদরের ভেদুরিয়া ইউনিয়নের চর কালি গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে মো. নূর উদ্দিন (৩৮) এবং লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি গ্রামের মো. কবির হোসেনের ছেলে মো. তুহিন (১৪)।

নূর উদ্দিন ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলকার মডার্ন ডায়াগনেস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মডার্ন ডায়গনেস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বেলা ৩টার দিকে ইফতার করার জন্য তিনি কর্মস্থল থেকে গ্রামের বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন।

“পুলিশ লাইন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, পুলিশ ট্রাক ও ড্রাইভারকে আটক করে থানায় এনেছে।

অপর দুর্ঘটনা ঘটেছে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি গ্রামে।

এই দুর্ঘটনায় নিহত তুহিন আসুলি গ্রামের মো. কবির হোসেনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরাদ হোসেন মুরাদ জানান, তুহিন সকালে তার বাবার পকেট থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে মোটরসাইকেল চালাতে বের হয়।

“সৈয়ল বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। গুরুতর আহত তুহিনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।”

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।