সাতক্ষীরায় মন্দিরে ভাঙচুর: প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগরে মন্দির ও বাড়িঘরে হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2021, 10:52 AM
Updated : 14 April 2021, 10:52 AM

বুধবার সকালে উত্তর কদমতলা রাসমন্দির পূজা উদযাপন কমিটির আয়োজনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে কয়েকশ নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

দুই পাড়ার দুই তরুণ-তরুণীর সম্পর্কে বাধা দেওয়ার জেরে মঙ্গলবার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় হিন্দু পরিবার ও মন্দিরে ভাঙচুর চালায় একদল লোক।

তপন মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন নীপা চক্রবর্তী, নিমাই মণ্ডল, হরিদাস হালদার, খায়রুল আলম, সুব্রত মণ্ডল, আব্দুর রশিদ প্রমুখ।

সভায় তপন মণ্ডল বলেন, ফুলতলার একটি মেয়ের সঙ্গে আরেক পাড়ার ছেলের প্রেমে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি দোষীদের দ্রুত শাস্তি এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান।

অন্য বক্তারাও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি জানান।