হত্যার পর পোড়ানো হল ‘পেট্রলের’ আগুনে, আটক ৪

কুষ্টিয়ার মিরপুরে এক কৃষকের হত্যা ও অগ্নিদগ্ধ করার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2021, 07:23 AM
Updated : 14 April 2021, 06:02 PM

বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে প্রকল্পের খালে ভাসমান লাশটি পুলিশ উদ্ধার করেছে।  

নিহত মরজন মন্ডল (৫৫) উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা প্রয়াত সাবের হোসেনের ছেলে।

জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে জিকে ক্যানেলে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরজন মন্ডলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা-জমি সংকান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা প্রথমে শ্বাসরোধে হত্যা করে; পরে লাশ গুম করার উদ্দেশ্যে পেট্রল ঢেলে পুড়িয়ে লাশ খালের পানিতে ফেলে গেছে।”

বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকালে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে মরজন মন্ডল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।