ভোলায় পুকুরে ‘বিষ দিয়ে’ মাছ নিধন

ভোলার দৌলতখান উপজেলায় একটি পুকুরে ‘বিষ দিয়ে’ মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 03:02 PM
Updated : 13 April 2021, 03:02 PM

দক্ষিণ জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে ওই ব্যক্তির অভিযোগ।

দৌলতখান থানার এসআই মাহমুদুল হাসান জানান, এই ব্যাপারে ফারুক আহমেদ নামের ওই ব্যক্তি তার চার প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এরা হলেন একই এলাকার কাঞ্চনের ছেলে সামছুদ্দিন আহমেদ, আব্দুল আজিজলের ছেলে মো. ছাদেক, তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল এবং মিলন নামের আরেকজন।

ফারুক আহমেদ বলেন, “প্রতিবেশী সামছুদ্দিনসহ চার-পাঁচজন লোক সোমবার সন্ধ্যার পর আমার বাড়ি এসে আমার ছেলে পাভেলকে খোঁজে। তাকে না পেয়ে তারা আমার পুকুর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে।”

‘বিষ প্রয়োগে’ পুকুরের দেড় লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে ফারুকের দাবি।

পুকুর পাড়ে দৃর্বৃত্তদের দেওয়া বিষের খালি একটি বোতল ও পাওয়া গেছে বলেও ফারুক জানান।

এই ব্যাপারে সামছুদ্দিন আহমেদ বলেন, “আমি গত তিন দিন যাবত ভোলা সদরের বালিয়া গ্রামে আমার ভায়রা ভাইয়ের বাড়িতে ছিলাম। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় বাড়ি ফিরেছি।”

দৌলতখান থানা ওসি বজলার রহমান বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।