কোভিড-১৯: ঝিনাইদহে আরও ৩ মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন শিক্ষিকাসহ আরও তিন নারী মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 11:55 AM
Updated : 13 April 2021, 11:55 AM

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম একথা জানান।   

এরা হলেন লিপি খাতুন (৪৩), আফরোজা সুলতানা (৫৮) ও রিনা   বেগম।

সিভিল সার্জন জানান, সোমবার সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিপি খাতুন মারা গেছেন। তার বাড়ি শহরের পবহাটি গ্রামে।

একই দিন বিকালে করোনা আক্রান্ত হয়ে যশোর সিএমএইচ-এ চিকিৎসাধীন আবস্থায় আফরোজা সুলতানা মারা যান বলে সিভিল সার্জন জানান।

আফরোজা সদর উপজেলার মাড়ান্দী সরকারি প্রাইমরি স্কুলের প্রধান শিক্ষিাকা ছিলেন। তাদের বাড়িও শহরের পরহাটি গ্রামে।

ডা. সেলিনা বেগম আরও জানান, আগের দিন সদর উপজেলার বাদুরিয়া গ্রামের রিনা বেগম নামে এক মহিলা মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিসাধীন ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এপ্রিল মাসের ১২ তারিখ পর্যন্ত ঝিনাইদহ জেলায় আট জন করোনায় মারা গেছেন বলে তিনি জানান।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আরও জানান, মঙ্গলবার ঝিনাইদহে ২৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৬১৩।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, তাদের তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলায় সোমবার রাত পর্যন্ত করোনায় মৃত ৭২ ব্যক্তিকে দাফন করা হয়েছে।