ফরিদপুরে ‘চোর সন্দেহে’ পিটুনিতে যুবক নিহত

ফরিদপুরে  ‘চোর সন্দেহে’ পিটুনিতে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 07:51 AM
Updated : 13 April 2021, 07:51 AM

সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান।

নিহত ব্যক্তির বয়স ৩০ বছর বলে পুলিশ ধারণা করলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

এলাকাবাসী জানায়, পশরা গ্রামে প্রায়ই চুরির ঘটনা ঘটে আসছিল। সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুঁড়ার সঙ্গে চেতনানাশক সামগ্রী মিশিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সন্দেহ হওয়ায় বাড়ির একজন বাদে কেউ ওই খাবার খায়নি।

দিলীপ বলেন, “রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে যায়। এ সময় দুই তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

সহকারি পুলিশ সুপার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তার হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।