করোনাভাইরাস: গাজীপুরে ইউপি সদস্যের মৃত্যু

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 06:58 AM
Updated : 13 April 2021, 06:58 AM

মৃত আব্দুল কুদ্দুস আজাদ (৭৮) কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

সোমবার রাত ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।

মৌচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান,  আজাদ বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার  করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আজাদের মৃত্যু হয়।

আজাদ দীর্ঘ ২৫ বছর ধরে মৌচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন বলে জানান তিনি। 

সিভিল সার্জন জানান, গেল ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫১ জন মারা গেছেন।

এছাড়া এ পর্যন্ত গাজীপুরে ৬৯ হাজার ১৮২ জন মানুষের নমুনা পরীক্ষা করে মোট রোগী পাওয়া গেছে ৮ হাজার ৭৯০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ৭ হাজার ৬৪০ জন।