শিমুলিয়া-বাংলাবাজারে ফেরির অপেক্ষায় ‘দেড় হাজার’ গাড়ি

এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রীর চাপ বেড়েছে; দুই ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে দেড় হাজারের বেশি গাড়ি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 06:22 AM
Updated : 13 April 2021, 06:42 AM

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বলেন, সোমবার থেকে ঘরমুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। এখন শিমুলিয়া ঘাটে হাজারের বেশি আর ওপারে বাংলাবাজার ঘাটে সাত শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় লকড ডাউন ঘোষণা করে সরকার। কিন্তু তা ঢিলেঢালাভাবে চলছে। পরে বুধবার থেকে সরকার এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকড ডাউনের ঘোষণা করলে অনেকে ঢাকা ছাড়ছেন।

সাফায়েত বলেন, “বুধবার থেকে সর্বাত্মক কঠোর লকড ডাউনের ঘোষণায় অনেকে ঢাকা ছাড়ছেন। এ কারণে চাপ বেশি। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলাচলকারী ১৬টি ফেরির মধ্য ১৪টি চালু আছে। তবু কুলিয়ে উঠতে পারছে না।

লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে চাপ বেড়ে জানিয়ে তিনি বলেন, তবে সাড়ে চারশ স্পিডবোট ও কয়েকশ ট্রলারে হাজার হাজার যাত্রী পার হচ্ছে। সব জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে, গাদাগাদি করে পার হচ্ছেন।