ঝিনাইদহে মার্কেটে বিপুল জনসমাগম, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনাভাইরাস মহামারীতে ফের কঠোর লকডাউনের ঘোষণার মধ্যে ঝিনাইদহ শহরে মার্কেটগুলোতে বিপুল জনসমাগম দেখা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 10:04 AM
Updated : 12 April 2021, 10:04 AM

সোমবার শহরের বিভিন্ন মার্কেটে দেখা গেছে, পোশাকের দোকানে নারী-পুরুষ নির্বিশেষে কেনাকাটা করছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না।

সকাল থেকে শহরের মুন্সী মার্কেট, গীতাগঞ্জী সড়কে পোশাকের দোকানসহ বিভিন্ন দোকানে নারী-পুরুষের ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কেনাবেচা হচ্ছে। মাস্ক ছাড়া অভিভাবকদের সঙ্গে শপিংমলে ঘুরছে শিশুরা। কোনো কোনো দোকানিরও মুখে মাস্ক দেখা যায়নি।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, চেষ্টা করেও শহরের মানুষের কেনাকাটার ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হচ্ছে। মানুষ কোনো কিছুই পরোয়া করছে না।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, রোববার পর্যন্ত তাদের তত্ত্বাবধানে করোনাভাইরাসে মারা যাওয়া ৭০ জনের মৃতদেহ সরকারের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।