বাবুই পাখির ছানা নিধনে ৩ জন দণ্ডিত পিরোজপুরে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 09:46 AM
Updated : 12 April 2021, 10:58 AM

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, সোমবার দুপুরে ইন্দুরকানীর দক্ষিণ ভবানীপুরে ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা বলেন, শনিবার বিকালেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে দক্ষিণ ভবানীপুরের কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওসি হুমায়ুন কবির জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয় ইমরান হোসেন বলেন, কৃষক লুৎফর রহমান তার তিন ভাই মিলে ধান রোপন করেছেন এলাকায়। ওই জমির ধান খেয়ে ফেলতে পারে আশঙ্কায় তারা জমির পাশে থাকা দুটি তাল গাছের ‘শতাধিক’ বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন।

“বাসাগুলোতে অনেক পাখির ছানা ও ডিম ছিল। রাস্তা, ডোবা, খাল ও ঝোপে ঝাড়ের এসব ছানা ও ডিম ফেলে দিয়েছেন তারা।”

তবে লুৎফর রহমানের বড়ো ভাই ঘোষেরহাট বাজারের খুচরা সার ডিলার হেমায়েত মোল্লা বলেন, বিএডিসির প্রকল্পে ৫০ বিঘারও বেশি জমিতে তারা তিন ভাই বোরো ধান রোপন করেছেন। এর মধ্যে ২৫ ভাগেরও বেশি জমির ধান ইতোমধ্যে বাবুই পাখি নষ্ট করে ফেলেছে।

তাই তার ছোটো ভাই লুৎফর রহমান ও দুই জন শ্রমিক কিছু পাখির বাসা ভেঙেছেন বলে তিনি স্বীকার করেন।

ঝালকাঠির নলছিটিতেও বাবুই পাখির বাসাসহ ছানা পোড়ানোর ঘটনা ঘটেছে।  

গত শুক্রবার দুপুরে ‘ক্ষেতের ধান খাওয়ায়’ বাঁশের মাথায় মশাল জ্বালিয়ে তালগাছে বানানো বাবুই পাখির বাসায় আগুন দেয় নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের এক কৃষক।