ঝালকাঠিতে বাবুই ছানা পোড়ানোয় অনুতপ্ত সেই কৃষক

ঝালকাঠিতে বাবুই পাখির কিছু ছানা পুড়িয়ে মারায় অনুতাপ প্রকাশ করেছেন সেই কৃষক।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 04:26 PM
Updated : 12 April 2021, 08:48 AM

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আহমেদ হাছান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে ওই কৃষকসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি।

“কৃষক জালাল সিকদার সবার সামনে ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করেছেন।”

এ ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তর আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

গত শুক্রবার দুপুরে ‘ক্ষেতের ধান খাওয়ায় রেগে গিয়ে’ বাঁশের মাথায় মশাল জ্বালিয়ে তালগাছে বানানো বাবুই পাখির নীড়ে আগুন দেয় নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের কৃষক জালাল সিকদার।

এতে অগ্নিদগ্ধ হয়ে গাছে থাকা বাবুই পাখির অনেকগুলো ছানা মারা যায়।

গত শনিবার ঘটনাটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার শনিবার সন্ধ্যায় জালালকে তার কার্যালয়ে ডেকে নিলে সেখানে উপস্থিত ব্যক্তিবর্গের সামনে তিনি ক্ষমা চান।

রুম্পা সিকদার সাংবাদিকদের বলেন, আসলে ঠিক কতগুলো পাখির ছানা পোড়ানো হয়েছে, সেটা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না।

“জালাল সিকদার একজন গরিব কৃষক। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ভুল স্বীকার করেছেন। জনসম্মুখে ক্ষমাও চেয়েছেন তিনি।”