কুড়িগ্রামে আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার, মাদক জব্দ

কুড়িগ্রামে আইনজীবীসহ তিনজনকে ‘মাদক সেবনের সময়’ গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 11:24 AM
Updated : 11 April 2021, 11:24 AM

রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন পৌর এলাকার প্রফেসরপাড়ার ওসমান গণির ছেলে। কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেন বলে জানায় পুলিশ।

অপর গ্রেপ্তার তার সহযোগী আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার নাজমুল হকের ছেলে। সবুজের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ভোর রাতে হিরোইন সেবন করার সময় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ গ্রাম হিরোইনসহ একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মূল ফটকের কাছ থেকে এ তিনজনকে মাদক গ্রহণ করা অবস্থায় আটক করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।