রাজশাহীতে ‘বন্ধুর’ ছুরিকাঘাতে প্রাণ গেল আনসার সদস্যের

রাজশাহীতে ‘কথাকাটাকাটির জেরে’ ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2021, 04:28 PM
Updated : 10 April 2021, 04:28 PM

শনিবার রাত ৮টার দিকে নগরীর হেতেমখাঁ নেসকো অফিসের পেছনে ছুরিকাঘাতের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান মিজান (৩৫) হেতেমখাঁ সবজিপাড়ার মিন্টু মিয়ার ছেলে। তিনি সখিপুর আনসার বাহিনীর সদর দপ্তরে কর্মরত এবং হ্যান্ডবলের জুনিয়ার কোচ ছিলেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন।

“মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় হেতমখাঁ এলাকার মাধব নামের এক বন্ধু তাকে ছুরিকাঘাত করে।”

তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার অপর তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

তবে মাধব পালাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেন তিনি।