খুলনায় ঘর পাচ্ছে ৯ হতদরিদ্র পরিবার

খুলনায় নয় হতদরিদ্র-অসহায়কে ঘর নির্মাণ করে দিচ্ছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2021, 09:28 AM
Updated : 8 April 2021, 09:28 AM

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, জেলার নয়টি থানা থেকে পাঁচজন করে ৪৫ জন হতদরিদ্রদের তালিকা হেডকোয়ার্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে নয়জনকে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, খুলনায় ৯ জনের জমি ইতোমধ্যে রেজিস্ট্রি করে হেডকোয়ার্টারে জানানো হয়েছে। এসব অসহায় পরিবারের জন্য জমির ওপর একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে; ইতোমধ্যে ঘর তৈরির কাজ শুরু হয়েছে। শিগগিরই পরিবারগুলোর মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হবে।

এর আগে গত ৩ মার্চ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিআইজি পদমর্যাদার তিনজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুজনের একটি দল খুলনার ফুলতলা ও রূপসা উপজেলায় এসে জমি এবং গৃহ নির্মাণের কার্যক্রম পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, খুলনার মতো সারা দেশের ৫৩৪ থানায় হতদরিদ্র পরিবারের জন্য ঘরনির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। অসহায় ও হতদরিদ্রের মধ্যে জমি ও ঘরনির্মাণ করে হস্তান্তর করার পরও সেটির সার্বিক তত্ত্ববধায়ন করবে পুলিশ।