রশিদপুরে কনডেনসেট প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে অগ্নিকাণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 05:52 AM BdST Updated: 08 Apr 2021 05:52 AM BdST
হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে কনডেনসেট প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্টে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।
মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে আতঙ্কিত হয়ে আশপাশের এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার থেকে তাদের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
“ধারণা করা হচ্ছে বার্নফিড থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।”
রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, “কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
এদিকে বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “মূলত শোধনাগারের বর্জ্যের মধ্যে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।”
রশিদপুরের এই প্ল্যান্টে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কনডেনসেট বা অধক্ষেপ প্রক্রিয়াজাত করে পেট্রোল, ডিজেল ও কেরোসিনে পরিণত করা হয়। প্রতিদিন ৪ হাজার ব্যারেল কনডেনসেট প্রক্রিয়াজাত করার সক্ষমতা আছে এই প্ল্যান্টের।
-
বাংলাদেশও যাতে টিকা পায়, ‘কাজ করছে’ ভারত: দোরাইস্বামী
-
নওয়াপাড়া নৌবন্দরের ‘কার্যক্রম ব্যাহত নাব্য সংকটে’
-
করোনাভাইরাস: সিলেটে আরও ৪ মৃত্যু
-
সাতক্ষীরায় আমবাগানে গৃহবধূর লাশ
-
শরণখোলায় হরিণের মাংসসহ দুজন আটক
-
যশোর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড
-
নূরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ছাত্রলীগ নেতার মামলা
-
‘ঝড়োত ঘর ভাংগি পরি গেইছে, ভালো করিম তারও টাকা নাই’
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস