পঞ্চগড়ে ঝাঁকবেঁধে মৌমাছির কামড়ের পর একজনের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2021, 12:02 PM
Updated : 7 April 2021, 12:02 PM

বুধবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপাল চন্দ্র (৪০) বড়সিঙ্গিয়া গ্রামের নির্মল চন্দ্রের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর জানান, বুধবার দুপুরে অসুস্থতা জনিত কারণে গোপাল তার বাড়ির উঠানে বসে ছিলেন।

এ সময় আকষ্মিকভাবে মৌমাছির ঝাঁক এসে তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

“শারীরিকভাবে অসুস্থ থাকায় মৌমাছির কামড়ে তিনি আরও কাতর হয়ে পড়েন। স্বজনরা ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।”