লালমনিরহাটে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2021 04:44 PM BdST Updated: 07 Apr 2021 04:44 PM BdST
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমীরসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার একটি বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি জানান।
এরা হলেন- উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মকবুল হোসেনের ছেলে তুষভাণ্ডার ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক (৫৬), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহীনুর রহমান (৩৭), উসমান আলীর ছেলে আবু বক্কর (৭০), নজমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৭), ফয়জার উদ্দিনের ছেলে ফুয়াদ হোসেন (৪০), নজরুল হকের ছেলে সাবু মিয়া (৫০), বৈরাতি গ্রামের ফজলে রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ইমান আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩০) ও জামির বাড়ি গ্রামের বেলাল মোস্তফার ছেলে আবু সাঈদ (২৬)।
ওসি বলেন, উপজেলার কাশিরাম মুন্সির বাজার এলাকার আবু বক্কর নামে এক জামায়াত কর্মীর বাড়িতে গোপন বৈঠকের খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মোজাম্মেলসহ নয়জনকে জনকে আটক করে পুলিশ। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
এছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু জিহাদী বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধারের কথাও জানান পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাট কোর্টের এসআই মো. মুসা বলেন, গ্রেপ্তারদের মধ্যে একজন অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফাজ উদ্দিনের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
-
শ্রীমঙ্গলে নাগা মরিচে পোকার আক্রমণ
-
পাবনায় কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত
-
আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ
-
ময়মনসিংহে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
-
ভূমি জটিলতায় আটকে সিরাজগঞ্জের চারলেন সড়কের কাজ
-
বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদ
-
ফরিদপুরে করোনাভাইরাসে আরও ৩ মৃত্যু
-
সিরাজগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- মামুনুল গ্রেপ্তার
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- কী ঘটেছে বাঁশখালীতে?