নেত্রকোণায় ‘হিট শকে ১১৬ কোটি’ টাকার ফসলের ক্ষতি
নেত্রকোণা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2021 03:44 PM BdST Updated: 07 Apr 2021 03:44 PM BdST
নেত্রকোণার হাওরাঞ্চলে বয়ে যাওয়া গরম ঝড়ো বাতাস বা হিট শকে ১১৬ কোটি’ টাকার বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, রোববার বিকালে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টিহীন গরম ঝোড়ো বাতাস বয়ে যায় হাওরাঞ্চলের ওপর দিয়ে।
“প্রায় পাঁচ ঘণ্টার এই বাতাসের মধ্যে অন্তত ১০ মিনিট ধরে চলে গরম বাতাস্। এই বাতাসে বোরোসহ জেলায় অন্তত ১৪ হাজার ৮৯০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ১১৬ কোটি ১২ লাখ টাকার বেশি বলে প্রাথমিক হিসাব। এর মধ্যে সাত হাজার ৪৪৪ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা এই ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত করেছেন গরম ঝড়ো বাতাস বা ‘হিট শক’।”
মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাদের মধ্যে মো. নজরুল বারী, মোহাম্মদ আসিক ইকবাল খান, মো. সাজ্জাদুর রহমান ছিলেন।
কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবীর বলেন, বিজ্ঞানীরা মাঠপর্যায়ে পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন। ধানের ফুল ও দুধ অবস্থায় তাপ প্রবাহের কারণে এই ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মত দেন বিজ্ঞানীরা।
“যেসব ক্ষেতে এখনও শীষ বের হয়নি সেখানে পর্যাপ্ত পানি ধরে রাখার পাশাপাশি ১০ লিটার পানিতে ৬০ গ্রাম এমওপি সার, ৬০ গ্রাম থিওভিট ও ২০ গ্রাম চিলেটেড জিংক স্প্রে করতে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানরীরা। এতে আক্রান্ত হওয়ার আশংকায় থাকা ধানগাছগুলো কিছুটা শক কাটিয়ে উঠতে পারবে।”
-
দক্ষিণে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ‘দূষিত খাবারই দায়ী’
-
করোনাভাইরাসে টুঙ্গিপাড়ায় ২ জনের মৃত্যু
-
বাংলাদেশও যাতে টিকা পায়, ‘কাজ করছে’ ভারত: দোরাইস্বামী
-
নওয়াপাড়া নৌবন্দরের ‘কার্যক্রম ব্যাহত নাব্য সংকটে’
-
করোনাভাইরাস: সিলেটে আরও ৪ মৃত্যু
-
সাতক্ষীরায় আমবাগানে গৃহবধূর লাশ
-
শরণখোলায় হরিণের মাংসসহ দুজন আটক
-
যশোর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড