লকডাউনের তোয়াক্কা নেই দিনাজপুর শহরে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলা লকডাউনের মধ্যে দিনাজপুর শহরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই লোকজন অনিয়ন্ত্রতভাবে চলাফেরা করছে। চলছে ব্যক্তি পরিবহন আর দোকানে বেচাকেনা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2021, 07:23 AM
Updated : 7 April 2021, 07:25 AM

বুধবার জেলা শহর ঘুরে দেখা গেছে, ইজিবাইক, মোটর সাইকেলসহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। প্রশাসনের নজরের আড়ালে খোলা রাখা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রশাসনের লোকজনের আসার খবর পেলেই কিছ সময়ের জন্য দোকানপাট বন্ধ রাখা হচ্ছে; এরপর আবার স্বাভাবিক নিয়মে চলছে বেচাকেনা। শহরের রাস্তায় দেখা গেছে মানুষের ঢল।জেলা প্রশাসন ও পুলিশ লকডাউন বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকলেও অনেকেই তাদের নির্দেশ অমান্য করছেন।

তবে জেলায় লকডাউনের প্রথম দিন থেকেই দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আইন অমান্যকাররীদের জরিমানা করা হচ্ছে বলে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান।

তিনি বলেন, “লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে প্রায় এক লাখ জরিমানা করা হয়েছে।“