শাল্লায় হামলা: ওসি নাজমুল বরখাস্ত, আশরাফুল বদলি
সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2021 12:45 PM BdST Updated: 07 Apr 2021 12:45 PM BdST
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে বদলি করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঙ্গলবার রাতে জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়াটার্স থেকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্ত শেষে এ নির্দেশনা আসে বলে জানান পুলিশ সুপার।
দিরাই উপজেলায় সম্মেলনে হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেইসবুকে পোস্ট দেন। ওই ঘটনাকে ধর্মীয় উসকানি আখ্যায়িত করে মামুনুল হকের অনুসারীরা গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলা চালায়। পুলিশ সেই রাতেই ওই যুবককে আটক করে।
আগের রাতে উত্তেজনা সৃষ্টির পরও পুলিশ হামলা ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে দুই ওসির দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, হামলার ঘটনায় শাল্লা থানার ওসি ও দিরাই থানার ওসির দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজন্য ওসি নাজমুলকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে যুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিরাই থানার ওসি আশরাফুলকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
শাল্লায় রাতভর অভিযান, দুই মামলায় আসামি দেড় সহস্রাধিক
সুনামগঞ্জে হিন্দু বাড়িঘরে হামলার অভিযোগ হেফাজতের বিরুদ্ধে
শাল্লায় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের ছাড় নয়: র্যাব মহাপরিচালক
শাল্লায় হিন্দুদের গ্রামে হামলা: সাতক্ষীরা-নেত্রকোণায় প্রতিবাদ
-
শ্রীমঙ্গলে নাগা মরিচে পোকার আক্রমণ
-
পাবনায় কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত
-
আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ
-
ময়মনসিংহে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
-
ভূমি জটিলতায় আটকে সিরাজগঞ্জের চারলেন সড়কের কাজ
-
বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদ
-
ফরিদপুরে করোনাভাইরাসে আরও ৩ মৃত্যু
-
সিরাজগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?