মামুনুল কাণ্ড: সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জে রিসোর্টে নারীসহ হেফাজত নেতা মামুনুল হককে ঘেরাওয়ের পর উদ্ভূত পরিস্থিতিতে সোনারগাঁ থানার ওসিকে প্রত্যাহার ও জেলার এক অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2021, 06:41 PM
Updated : 6 April 2021, 07:22 PM

জেলার পুলিশ সুপার জায়েদুল আলম রোববার রাতে এই তথ্য জানিয়েছেন।

এই দুই পুলিশ কর্মকর্তা হলেন সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন।

এসপি জায়েদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা ও ভাংচুর চালিয়ে তাকে নিয়ে যায়।

পরে হেফাজত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাংচুর চালায়। শতাধিক যানবাহনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ও ভাংচুর করেন তারা।

এই ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামের এক যুবক বাদী হয়ে মামুনুল হককে হেনস্থা করার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে সোনারগাঁয় লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন