সখীপুরে চুরি যাওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে চুরি হওয়া আড়াই মাস বয়সী এক শিশু পাঁচ দিন পর জীবিত উদ্ধার হয়েছে; এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2021, 01:21 PM
Updated : 6 April 2021, 01:21 PM

মঙ্গলবার ভোররাতে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকতা সখীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার ভোররাতে সখীপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামে ঘরের সিঁধ কেটে ট্রাক চালক আছির উদ্দিনের আড়াই মাসের ছেলে  জোনায়েদকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা মায়ের মুখ গামছা দিয়ে বেঁধে রাখে।

এই ঘটনায় ওই শিশুর মা কল্পনা আকতার থানায় লিখিত অভিযোগ করলে সখীপুর থানা পুলিশ ও টাঙ্গাইল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই ) যৌথভাবে শিশুকে উদ্ধারে মাঠে নামে বলে জানান এসআই মনিরুজ্জামান।

“ঘটনার পর থেকে আসামিরা একাধিক স্থান পরিবর্তন করায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবশেষে মঙ্গলবার ভোররাতে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে জোনায়েদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।

উদ্ধার হওয়া শিশু এখন পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।