নীলফামারীতে আগুনে পুড়েছে ৩০ দোকান

নীলফামারীর কিশোরগঞ্জে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2021, 11:05 AM
Updated : 6 April 2021, 11:05 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বড়ভিটা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাজারে  কোন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পরে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের ওষুধ, কাপড়, মুদি, ইলেক্ট্রনিক্সসহ মোট ৩০টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়।

আমিরুল বলেন, “খবর পেয়ে নীলফামারীসহ কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।“

এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।