গাইবান্ধায় ইটভাটা বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটা বন্ধসহ নষ্ট ফসলের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2021, 12:20 PM
Updated : 5 April 2021, 12:20 PM

সোমবার সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের অদূরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকশ ‘ক্ষতিগ্রস্ত’ কৃষক ইরি-বোরো ধানের শীষ নিয়ে এ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে ফসলের মাঠের মাঝে ইটভাটাগুলো গড়ে ওঠায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের কয়েকশ একর ইরি-বোরো ধানের শীষ চিটা ধরেছে। আমসহ সব ধরণের গাছের ফল পচে যাচ্ছে।

তারা দাবি করেন, পরিবেশ ধ্বংসকারী এসব ইটভাটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে ফসলের ক্ষতিপূরণ দিতে হবে।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক আবু সাঈদ ইসলাম, রাসেল সরকার, ইমরান সরকার, ইসলাম মিয়া, মানিক মাস্টার, তোতা মাস্টার এবং সংহতি জানিয়ে গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারছে সরকার বক্তব্য দেন।

খবর পেয়ে মানববন্ধন চলাকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ শোনেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।