চুয়াডাঙ্গায় কচু ক্ষেতে ছাগল, সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় কচু ক্ষেতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক মারা গেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2021, 11:42 AM
Updated : 5 April 2021, 11:42 AM

সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫২) ওই গ্রামের বাসিন্দা।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, কচু ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আনোয়ারের স্ত্রী শাহানারার সাথে ক্ষেত মালিক রনি ইসলামের গোলযোগ হয়। খবর পেয়ে আনোয়ার ছুটে যান মাঠে।

‘হাইপারটেনশনের রোগী’ আনোয়ার উত্তেজিত হয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তবে মৃত্যুর সঠিক কারণ লাশের ময়না তদন্তের পর জানা যাবে বলেন করেন তিনি।

তবে নিহতের শ্যালক শিলন হোসেন অভিযোগ করেন, সোমবার বেলা ১টার দিকে আনোয়ারের স্ত্রী শাহানারা খাতুন ছাগল নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের নূর ইসলামের ছেলে রনি ইসলামের কচু ক্ষেতের মধ্যে চলে যায় তার ছাগল।

এ নিয়ে রনির সাথে শাহানারার কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রনি শাহানারাকে মারধর করেন। খবর পেয়ে আনোয়ার ছুটে যান সেখানে। তাকেও মারধর করেন রনি।

“মারধরের এক পর্যায়ে আনোয়ারকে একটি গাছের সাথে ধাক্কা মারে রনি। এ ঘটনার কিছুক্ষণ পর মারা যান আনোয়ার।”