আশুলিয়ায় খামারে ‘বিষ’, মরেছে ‘হাজার’ হাঁস

ঢাকার আশুলিয়ায় ‘পূর্ব শক্রুতার জের ধরে’ একটি খামারে ‘বিষ দিয়ে’ এক হাজারের বেশি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2021, 10:17 AM
Updated : 5 April 2021, 10:17 AM

পাথালিয়া ইউনিয়নের মনোহর গ্রামের সরোয়ার হোসেনের হাঁসের খামারে রোববার রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে।

সোমবার সকালে তারা ঘুম থেকে উঠে খামারে সারি সারি মৃত হাঁস দেখতে পান।

এই ঘটনায় খামার মালিক সারোয়ার হোসেন বারবার অজ্ঞান হয়ে পড়ছেন বলে স্থানীয়রা জানান।

মনোহর গ্রামের সরোয়ার হোসেন জানান, তিনি এক সময় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। চাকরি ছেড়ে দিয়ে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে তিনি গড়ে তোলেন ‘ফাতান ফার্ম হাউস’ নামের হাঁসের খামার।

সারোয়ার হোসেনের অভিযোগ, জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার বিরোধ চলছিল। এর জের ধরে তার হাঁসের খামারে বিষ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সকালে ঘুম থেকে উঠে শত শত মৃত হাঁস দেখে মুষড়ে পড়েন সারোয়ার ও তার পরিবারের সদস্যরা।

প্রায় ১৫০০ হাসের মধ্যে এক হাজারের বেশি হাঁস মারা গেছে; বাকিগুলোও অসুস্থ হয়ে ছটফট করছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি কেবল অমানবিকই নয়, বেদনাদায়কও। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।