রিসোর্ট কাণ্ডে মামুনুলের পক্ষে থানায় অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2021 06:38 PM BdST Updated: 19 Apr 2021 11:10 PM BdST
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিসোর্টে নারীসহ হেফাজত নেতাকে ঘেরাওয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
রোববার দুপুরে সোনারগাঁ থানায় হাজির হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে লাঞ্ছিত করার এই অভিযোগ দায়ের করেন মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী নামের এক যুবক।
অভিযোগে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীর কোনো সাংগঠনিক পরিচয় দেওয়া হয়নি।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও করে স্থানীয়রা।
পরে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে হেফাজতের কর্মীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

লিখিত ওই অভিযোগে বলা হয়, গত ৩ এপ্রিল সোনারগাঁ রয়েল রিসোর্টে বিশ্রামের জন্য সস্ত্রীক হোটেলে অবস্থান গ্রহণ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি হোটেলের সম্পূর্ণ নিয়ম কানুন মেনে অবস্থান করছিলেন।
ওই সময় হোটেল মালিক সাইদুর রহমানের ব্যবস্থাপক ও কর্মচারীরা মামুনুল হককে নিরাপত্তা দিতে ব্যর্থ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে হামলাকারীদের মধ্যে দুই জনের নাম উল্লেখ করা হয়।
এতে বলা হয়, “এলাকার কতিপয় সন্ত্রাসী সোনারগাঁও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মো. সোহাগ রনির নেতৃত্বে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে আল্লামা মামুনুল হকের ওপর হামলা চালায়।”

এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “মামুনুল হককে হেনস্থা করার অভিযোগ এনে তার পক্ষে স্থানীয় দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, রিসোর্টে হামলা, ভাংচুর, মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এই বিষয়ে কথা বলতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রোববার সকালে রয়েল রিসোর্টের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
রোববার সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনাসহ মোদীর সফর ঘিরে হেফাজতের সহিংসতার সমালোচনা করেন।
রিসোর্টে মামুনুলের সঙ্গে থাকা নারীকে পার্লারে কাজ করা এক মহিলা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
“পার্লারে কাজ করা এক মহিলা। তাকে আবার এখন এদিকে তার বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি।”
শনিবার দুপুরে সোনারগাঁও রয়েল রিসোর্টের ৫ম তলার ৫০১ নম্বর রুমে এক নারীসহ ওঠেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। বিকালে স্থানীয় লোকজন ওই রুমে নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে রাখেন। এসময় মামুনুল ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। স্থানীয় লোকজনের হাতে মামুনুল হক অবরুদ্ধের খবরে পুলিশ ও সহকারী কমিশনারসহ (ভূমি) অন্যরা সেখানে।

রাত ৮টার দিকে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ভাংচুর চালায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে। মোগড়াপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরও চালানো হয়। এছাড়া, রাতে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির বাড়িতে ভাংচুর করে।
রাত ১০টার দিকে পুলিশ বিজিবি গিয়ে শটগান ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
-
কুষ্টিয়ায় নিখোঁজের ৪ দিন পর মিলল সাংবাদিক রুবেলের লাশ
-
বিদ্যুৎস্পৃষ্টে কুড়িগ্রামে ৩, গাইবান্ধায় ১ মৃত্যু
-
হাসপাতালেও মারামারি করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা
-
শেরপুরে ‘পরকীয়া সন্দেহে’ প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
-
বাইকে পদ্মা সেতু পাড়ি: হাজার টাকা জরিমানায় মুক্তি
-
নদীর তীরে ঘুরতে যাওয়া কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২
-
ঈদযাত্রা: সাভারে মহাসড়কে তীব্র যানজট
-
নোয়াখালীতে প্রতিপক্ষের হাতে ছাত্রলীগ নেতা খুন
-
বিদ্যুৎস্পৃষ্টে কুড়িগ্রামে ৩, গাইবান্ধায় ১ মৃত্যু
-
কুষ্টিয়ায় নিখোঁজের ৪ দিন পর মিলল সাংবাদিক রুবেলের লাশ
-
শেরপুরে ‘পরকীয়া সন্দেহে’ প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
-
বাইকে পদ্মা সেতু পাড়ি: হাজার টাকা জরিমানায় মুক্তি
-
নদীর তীরে ঘুরতে যাওয়া কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২
-
হাসপাতালেও মারামারি করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’