চাঁদপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ

চাঁদপুরে মেঘনা নদী থেকে একটি ট্রলার থেকে ১০ হাজার কেজি জাটকা আটক করেছে নৌ পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2021, 09:15 AM
Updated : 4 April 2021, 09:15 AM

রোববার ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ জাটকাগুলো আটক করা হয় বলে চাঁদপুর নৌ থানার ওসি জহিরুল হক জানান।

তিনি বলেন, পাশের একটি জেলা থেকে ট্রলারে করে বিপুল পরিমাণ জাটকার চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবরে তারা অভিযান চালান। এ সময় ১০ হাজার কেজি জাটকা আটক করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

পরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর উপস্থিতিতে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান জহিরুল। 

জাটকা সংরক্ষণ মৌসুম শুরু হওয়ায় গত এক মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ইলিশ বিচরণের ছয়টি অভয়শ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এই সময় সংশ্লিষ্ট এলাকায় জাটকা ধরা, বিক্রয়, মজুত এবং পরিবহন নিষিদ্ধ রয়েছে।