পঞ্চগড়ে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা নিহত

পঞ্চগড়ে ‘নেশার টাকা না দেওয়ায়’ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে এক মা নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2021, 01:12 PM
Updated : 3 April 2021, 01:12 PM

বাড়িতে শনিবার দুপুরে তিনি নিহত হন বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহত জয়তুন বেগম (৫০) জেলা শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

আব্দুল মজিদ বলেন, “দুপুরে জয়তুন কলপাড়ে গোসল করছিল। ছেলে শহিদুল ইসলাম (৩৫) গিয়ে তার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় ঘর থেকে দা নিয়ে মায়ের গলায় কোপ দিয়ে পালিয়ে যায়।

“নেশাদ্রব্য কিনতে সে প্রায়ই তার মায়ের কাছ থেকে নানা ছল-ছুতোয় টাকা নিত। এর আগে টাকা না দেওয়ায় শহিদুল আমাকেও কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তখন তাকে ধরে পুলিশের দেয়। কয়েক মাস আগে সে জেল থেকে ছাড়া পেয়ে আবার নেশায় জড়িয়ে পড়ে। সেজন্য শহিদুলের স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। আমরা সব সময় তার জন্য ভয়ে থাকতাম। শেষ রক্ষা হল না।”

প্রতিবেশী মালেকা বেগম বলেন, চেঁচামেচি শুনে তারা গিয়ে শহিদুলকে দৌড়ে পালাতে দেখেন।

“আর রক্তাক্ত অবস্থায় তার মা কলপাড়ে পাশে পড়ে ছিল। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক রাকিব উল হাসান জানান।

পুলিশ কর্মকর্তা শফিকুল বলেন, “মাদকাসক্ত ছেলের হাতে ওই মা খুন হয়েছেন বলে আমরা জেনেছি।”

পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।