‘কবুতর উড়ে গিয়ে প্রতিপক্ষের বাড়িতে’, সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কবুতর উড়ে গিয়ে প্রতিপক্ষের বাড়িতে বসা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2021, 05:51 AM
Updated : 2 April 2021, 05:51 AM

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদ জানান, উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আসাদ শেখ (৬০) উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের বাসিন্দা।

প্রতীকী ছবি

এ ঘটনায় আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে সাফিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাসন গ্রামের মামুন শেখ ও কিবরিয়া শরীফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের একপক্ষের কবুতর উড়ে গিয়ে অন্যপক্ষের বাড়িতে যায়।

“এ নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে আসাদসহ আরও ৮-১০ আহত হন। এ সময় অন্তত ১৫/২০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।পরে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যু হয়।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এ ঘটনায় এখনও মামলা এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।