কিশোরগঞ্জে হেফাজতের হরতালে আ.লীগ অফিস ভাংচুরে মামলা

হেফাজতে ইসলামের গত শনিবারের হরতালের সময় কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 04:12 PM
Updated : 1 April 2021, 04:12 PM

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ বাদী হয়ে মডেল থানায় মামলাটি করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি থানায় রেকর্ড হয়েছে।

“এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।”

সেদিনের হরতালের মধ্যে দুপুর সাড়ে ১২ টার দিকে কয়েক শত মানুষ লাঠি-সোটা নিয়ে স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। অফিসে ব্যাপক ভাংচুর শুরু করে। সাইন বোর্ডসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করে অগ্নি সংযোগ করে।

এছাড়া ওই অফিসে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার জাতীয় নেতাসহ অন্যান্য নেতৃবৃন্দের ছবি ভাংচুর ও অবমাননা করা হয়।

আওয়ামী লীগ অফিসে হামলার জের ধরে শহরের স্টেশন রোড ও পুরান থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় ‘আওয়ামী লীগ ও হেফাজতের কর্মীদের মধ্যে’ ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচশ রাউন্ড রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া সাতজনকে আটকও করা হয়।