নওগাঁয় বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর রাণীনগরে ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 11:40 AM
Updated : 1 April 2021, 11:40 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান।

তবে মূর্তিটি কি পাথরের তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কারের কাজ চলছিল। সকালে ভেকু মেশিন দিয়ে শ্রমিকেরা পুকুর খননের সময় একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“মূর্তিটির ওজন ১৪ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে।”

এর আগে গত ১৬ মার্চ সরকারি ওই খাস পুকুর থেকে ৩৮ কেজি ওজনের মূল্যবান কালো পাথরের একটি বিষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছিল বলে ওসি জানান।