জমি নিয়ে সংঘর্ষে গাজীপুরে গৃহবধূ খুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 10:46 AM
Updated : 1 April 2021, 10:46 AM

বারিষাব ইউনিয়নের কীত্তুনিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে  এ ঘটনা ঘটে বলে বারিষাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সুলতান উদ্দিন জানান।  

নিহত জুলেখা খাতুন (৫৯) স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন- জুলেখার ভাই তোতা মিয়া এবং প্রতিবেশি দুলালের ছেলে আলম (৩০) ও আরিফ হোসেন (২০)।

প্রতীকী ছবি

সুলতান বলেন,  জমিজমা নিয়ে স্থানীয় খালেকের ছেলে দুলাল মিয়া ও লালু মিয়াদের সঙ্গে তোতামিয়া ও জুলেখার বিরোধ চলছিল। এ জমি নিয়ে আদালতে মামলাও চলছে। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে দুলালরা ঘর নির্মাণ করতে গেলে জুলেখা, তার ছেলে বিল্লাল হোসেন ও  ভাতিজা ওমর আলীসহ পরিবারের লোকজন তাদের বাধা দেয়।

“এ নিয়ে দুলাল এবং তার ভাই লালু মিয়া, দুলালের ছেলে আলম ও আরিফসহ উভয় পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জুলেখাসহ চারজন আহত হন। পরে জুলেখাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।“

কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।