করোনাভাইরাস: শেরপুরের পর্যটনকেন্দ্র বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শেরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জেলার ডিসি আনার কলি মাহবুব জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 04:15 AM
Updated : 1 April 2021, 04:15 AM

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ডিসি লেক, গজনী অবকাশকেন্দ্র , মধুটিলা ইকোপার্ক, অর্কিড গার্ডেনসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়তে পারে।

তিনি জানান, তাছাড়া বুধবার থেকে জেলার গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে। আগামী ১৫ দিনের জন্য সব ধরনের সভা-সমাবেশও বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁয় অর্ধেক চেয়ার টেবিল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বসে না খেয়ে খাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে।  রাত ১০টার পর অহেতুক ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। মাস্ক পরে চলাফেরার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।