রংপুরে হত্যা মামলায় যুবসংহতি নেতা কারাগারে

রংপুরে এক হত্যা মামলায় রংপুর মহানগর যুব সংহতির সভাপতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 11:40 AM
Updated : 31 March 2021, 11:40 AM

বুধবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক ফজলে এলাহি খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি শাহিন হোসেন জাকির রংপুর মহানগর যুব সংহতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) হাফিজুর রহমান বলেন, গত বছরের ১১ জুলাই রাত পৌনে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জাহিদুন নবী সোহেল (৩২) নামে এক ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী খুন হন।

এ ঘটনায় পরদিন সোহেলের মা হাসিনা বেগম বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে একটি  হত্যা মামলা করেন।

পরে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্তের ভার পায়।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন জানিয়েছেন, তদন্ত শেষে গত ২৫ ফেব্রুয়ারি শাহিন হোসেন জাকিকে ১০ নম্বর আসামি করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র  জমা দেন।