গাইবান্ধায় শিশু আরিফুল হত্যা: ৫ জনের যাবজ্জীবন

গাইবান্ধায় ১৩ বছরের আরিফুলকে হত্যার দায়ে এক পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 11:21 AM
Updated : 31 March 2021, 11:21 AM

গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের এ হত্যাকাণ্ডের মামলায় বুধবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের মছির উদ্দিন খন্দকারের ছেলে গোলজার রহমান খন্দকার, মো. সাহেব খন্দকার, গোলজালের ছেলে মো. হারুন খন্দকার এবং সাহেব খন্দকারের ছেলে ফরিদুল ইসলাম খন্দকার ও জরিদুল ইসলাম খন্দকার।

এ ছাড়া মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন, আনোয়ারা বেগম এবং হালিমা বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ প্রিন্স জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সংঘর্ষে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের বাকি মিয়ার ছেলে আরিফুল ইসলামকে (১৩) কুপিয়ে জখম করে দণ্ডপ্রাপ্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এক ক্লিনিকে আরিফুল মারা যায়।

এ ঘটনায় ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আরিফুলের নানা জালাল উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

সম্প্রতি ওই মামলার পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শুনানি শেষে ৩১ মার্চ রায় ঘোষণার দিন ধার্য্য করে আদালত।

আট বছর এক মাস পর এ হত্যা মামলার রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেন এ আইনজীবী।