সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে ‘মারধর’, অধ্যক্ষ গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় একটি মাদ্রাসার শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 10:05 AM
Updated : 31 March 2021, 10:05 AM

মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ এলাকার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে ওই শিক্ষার্থীর বাবা আশুলিয়া থানায় এই দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আকরাম হোসেন (৩৭) ও তার ভাই সহকারী শিক্ষক আব্দুর রহমান নবী (২৬)। তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোণা গ্রামে।

‘মারধরের শিকার’ ১৭ বছর বয়সী এই শিক্ষার্থীর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, এক শিক্ষার্থীর বাবা মঙ্গলবার রাতে মাদ্রাসার অধ্যক্ষ ও এক শিক্ষকের বিরুদ্ধে ছেলেকে মারধরের লিখিত অভিযোগ করেছেন। এরপর রাতেই এই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে দুই জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।

আহত শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, তিনি একজন ভ্যান চালক। তিন বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করছে তার ছেলে। পরীক্ষার ফরম পূরণের জন্য ৫ হাজার টাকা নিয়ে শিক্ষককে দিয়েছে; কিন্তু ফরম পূরণ করেনি।

তিনি বলেন, গত রোববার রাজধানীর টেকনিক্যালে তার মেয়ের বাসা থেকে ছেলে মাদ্রাসায় আসেন। সোমবার শিক্ষকের কাছে ফরম পূরণ না হওয়ার কারণ জানতে চান।

“এই সময় তাকে মাদ্রাসার অধ্যক্ষ ও তার ভাই আমার ছেলেকে ব্যাপক মারধর করে ঘুমের ওষুধ খাওয়াইয়া রাখে।”

পরে রাস্তার পাশে ফেলে গেলে একজন ভ্যানচালক উদ্ধার করে তাকে ফোনে জানান এবং তার শ্যালকের বাসায় নিয়ে যায় বলে জানান তিনি।