করোনাভাইরাস আক্রান্ত সাংসদ রিমি হাসপাতালে ভর্তি

জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2021, 01:44 PM
Updated : 30 March 2021, 01:44 PM

মঙ্গলবার দুপুরে রিমিকে ঢাকার ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয় বলে তার স্বামী মোস্তাক হোসাইন জানিয়েছেন।

তার দুই ছেলে ও পুত্রবধুরাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সিমিন হোসেন রিমি কাপাসিয়া এলাকা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনের সাংসদ।

মোস্তাক হোসাইন জানান, সিমিন হোসেন রিমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন। পরদিন তার নমুনায় পরীক্ষায় ফল পজেটিভ আসে। এতে রাষ্ট্রীয় ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে হোম আইসোলেশনে থাকেন তিনি।

তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর পরিবারের অন্য সদস্যরাও নমুনা পরীক্ষা করান। এতে তার দুই ছেলে এবং তাদের স্ত্রীদের দেহেও কোভিড-১৯ ধরা পড়ে বলে জানান তিনি।

তার রক্তে অক্সিজেন কমে যাওয়ায় এবং শরীরে জ্বর-ঠাণ্ডা-সর্দি লক্ষণ দেখা দেওয়ায় মঙ্গলবার দুপুরে রিমিকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, “রিমি সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।”