বাংলাদেশ জলসীমায় ঢুকে বন্দি ৬১ ভারতীয় জেলেকে ফেরত

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক ৬১ ভারতীয় জেলেকে ফেরত পাঠিয়েছে সরকার।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2021, 12:44 PM
Updated : 30 March 2021, 12:44 PM

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসন ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে তাদের মোংলা উপজেলার পশুর নদে ট্রলারে তুলে দেওয়া হয়।

তিন মাস আগে এই জেলেদের নৌবাহিনী আটক করেছিল। তন থেকে তারা বাগেরহাট জেলা কারাগারে বন্দি ছিলেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে তাদের বাড়ি।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকী বলেন, প্রায় তিন মাস আগে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিন দফায় ট্রলারসহ ৬১ জন জেলেকে আটক করে নৌবাহিনী।

“ওই সময়ে নৌবাহিনী ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করে। পরে ওই মামলায় বাগেরহাটের বিচারিক হাকিম আদালত তাদের মুক্তির আদেশ দেয়।”

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারতীয় জেলেদের কারাগার থেকে মুক্তি দিয়ে মোংলার পশুর নদ দিয়ে তিনটি ট্রলারযোগে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।