টাঙ্গাইলে মাস্ক না পরায় ৬ জনের জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য টাঙ্গাইল শহরে মাইকিং ও মাস্ক বিতরণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় ছয়জনের জরিমানা করেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2021, 10:44 AM
Updated : 30 March 2021, 10:44 AM

শহরের নিরালা মোড থেকে বিভিন্ন মার্কেটে মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে। ফলে জেলার ডিসি মো. আতাউল গনির  নির্দেশনা অনুযায়ী শহরের বিভিন্ন পয়েন্ট ও মার্কেটগুলোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

“মাস্ক না পরে বাড়ি থেকে বের হওয়ায় ছয়জনের এক হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।”

তাছাড়া জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণসহ মাইকিং করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।