নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, চাচা আটক

নোয়াখালী জেলা সদরে জমির বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তার চাচাকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2021, 08:14 AM
Updated : 30 March 2021, 09:53 AM

সোমবার রাতে নোয়াখালী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান।

নিহত মোহাম্মদ আলী মনু (৩২) ওই এলাকার আকবর আলীর ছেলে।

নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেদ মোশাররফ রাজু জানান, মনু শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় মনুর চাচা ইকবার হোসেনকে (৫০) আটক করা হয়েছে।

নিহতের ভাই আহমেদ আলী বলেন, “চাচা ইকবাল হোসেনসহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে লিটন দাসের লেপ দোকানে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে লোহার রড় ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়।”

পরে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আহমেদ।

নিহতের মা শাহিদা বেগম বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে ইকবাল ও তার সহযোগী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মনুকে পিটিয়ে হত্যা করেছে।”

এ বিষয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।