গোপালগঞ্জে ‘চোর সন্দেহে’ পিটুনিতে যুবক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘চোর সন্দেহে’ পিটুনিতে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2021, 12:20 PM
Updated : 29 March 2021, 12:20 PM

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রসুলপুর গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত পান্নু তালুকদার (৪০) উপজেলার আদমপুর গ্রামের প্রয়াত সিদ্দিক তালুকদারের ছেলে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি গাছের ব্যবসা করতেন; তবে তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. আমিনুর রহমান জানান, রোববার রাতে উপজেলার রসুলপুর গ্রামের হান্নান চৌধুরীর বাড়িতে চুরি করতে ঢোকেন পান্নু তালুকদার। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। এলাকাবাসী গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে।

“পরে এলাকাবাসী পান্নু তালুকদারকে চোর সন্দেহে ধাওয়া করে ধরে পিটুনি দেয় এবং মুকসুদপুর থানায় খবর দেয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পান্নু তালুকদারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

পরিদর্শক আমিনুর রহমান আরও জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন নামে এক যুবককে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।