নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাসে আগুন ধরে পাঁচজন দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2021, 03:14 PM
Updated : 27 March 2021, 03:14 PM

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দা এলাকার সোলাইমান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সোলাইমান (৫০), মহাসিন মিয়া (৪০), পাইপ মিস্ত্রি মনির হোসেন (৫৫), নাজিম উদ্দিন (৫৫) এবং মো. মাহফুজ (১৪)। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া মাহফুজ নামের এক কিশোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি দীপক কুমার জানান, নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দা এলাকার এক ভাড়াটিয়া বাড়ির পানির লাইন পানি মেরামত করছিল মিস্ত্রিরা। লাইনে প্রেসার দেওয়ার জন্য রান্না ঘরের গ্যাস লাইনের রাইজার থেকে গ্যাস নিয়ে পানির পাইপে ঢোকায় তারা। এ সময় গ্যাসের আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে চারজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন। এক কিশোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেন তিনি।