যৌতুক: গাইবান্ধায় ‘স্বামীর আগুনে’ দগ্ধ গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা সদরে তিনদিন আগে দগ্ধ গৃহবধূ শারমিন আক্তারের মৃত্যু হয়েছে, যার গায়ে স্বামী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2021, 07:34 AM
Updated : 27 March 2021, 07:34 AM

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে ২২ বছর বয়সী ওই গৃহবধূ মারা যান।

শারমিন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার গ্রামের কোরবান আলীর (৩০) স্ত্রী ও একই ইউনিয়নের ছালামের মোড় গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছিলেন।

গত ২৩ মার্চ যৌতুকের জন্য স্বামী কোরবান ও শাশুড়ি কুলসুম বেগম (৪৫) শারমিনকে মারধর করে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনার পর পুলিশ শারমিনের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে।

ওসি জানান, বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি যৌতুকের দাবিতে শারমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এর জেরে ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে শারমিনকে মারধর করে তার স্বামী।পরে শাশুড়ি হাত ধরে রাখেন আর স্বামী লাইটার দিয়ে শারমিনের কাপড়ে আগুন ধরিয়ে দিলে তার শরীর ঝলসে যায়। পরে শারমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।