শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে সরাইলে বিএনপির সংঘর্ষ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2021, 07:58 AM
Updated : 26 March 2021, 07:58 AM

সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে শুক্রবার সকাল ৭টার দিকে এ সংঘর্স ঘটে। এতে দশ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সড়াইল থানার এসআই জাকির হোসেনসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সকালে নুরুজ্জামান ও আনোয়ারের সমর্থকরা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান।

“এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করে বলে জানান তিনি।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।