ঝিনাইদহে আগুনে ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে ২৫ জন পান চাষির ১২ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2021, 10:55 AM
Updated : 25 March 2021, 10:55 AM

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের লিডার সাইদুর রহমান জানান, বৃহস্পবিার দুপুরে উপজেলার দারিয়াপুর গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে দারিয়াপুর গ্রামের সাহেব আলী নামের এক কৃষক তার গমের জমির আগাছা পোড়ানোর জন্য আগুন দেয়। সেই আগুনে পাশের তার পানবরজে লাগে এবং দ্রুতই তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ওই গ্রামের ২৫ জন কৃষকের ১২ বিঘা জমির পান। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।“

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর বলেন, তারা ঘটনাস্থালে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়েছিল। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন তারা।